নীলফামারী ডিমলা উপজেলা ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন ছাতুনামায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া ৫০ জন ভূমিহীনদের মাঝে, মুজিব শর্ত বর্ষের উপহারের ঘর বিতরণ করা হয়।
উপকারভোগীগণ তাদের নিজ নিজ ঘরে বসবাস করছেন কি না তা দেখার জন্য ১৬ আগষ্ট (বুধবার) সকালে আকর্ষিক পরিদর্শন করেন, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় তার সঙ্গে ছিলেন,
অতিরিক্ত জেলা প্রশাসক, সরকার মোহাম্মদ রায়হান (রাজস্ব) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ অফিসার ফারজানা আকতার, ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক চৌধুরী, ইউনিয়ন উপ সহকারী কর্মকর্তা (ভূমি ) গোলাম রব্বানী, ইউপি সদস্য নুর ইসলাম বাপই,আ: রাজ্জাক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় জেলা প্রশাসক বলেন, দেশের কোন মানুষ যেন ভূমিহীন ও গৃহহীন না থাকে। সে কথা ভেবে, মুজিব শতবর্ষের ঘর বিনামূল্যে উপহার প্রদান করা হয়। আশা করি যারা ঘর পেয়েছেন, তারা সকলে শান্তিপূর্ণ ভাবে বসবাস করবেন। ৯৯ বছর পর্যন্ত এই ঘর অন্যত্রে বিক্রি করতে পারবেন না। আশা করি এর ব্যতিক্রম যেন না হয়। তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।