নীলফামারী সৈয়দপুরে মঙ্গলবার (১৫ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখসেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান ও অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকেল ৫ টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে একটি শোক রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।