সৈয়দপুর করোনাকালে বরাদ্দ হওয়া এলজিসিআরপি প্যাকেজের আওতায় আধুনিক ডাস্টবিন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সৈয়দপুর পৌর এলাকার ১ থেকে ৫নং ওয়ার্ডে ওই প্যাকেজের ৫ টি ডাস্টবিন নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ১৬ লাখ ১৮ হাজার ২৯৮ টাকা। গতকাল সোমবার(১৪ আগস্ট) সকালে পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় দোয়া শেষে ডাস্টবিন নির্মাণ কাজের উদ্বোধন করেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর নজরুল ইসলাম রয়েল, প্রকৌশলী কামরুল ইসলাম, যুবলীগ নেতা শ.ম সাঈদ রেজাসহ স্থানীয় সুধীজন।
পরে মেয়র রাফিকা আকতার জাহান মুন্সিপাড়া এলাকার বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন। এসময় তিনি ওয়ার্ডবাসীর সাথে কথা বলেন এবং খুব শিগগির ওই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কাজ শুরু হবে বলে ঘোষণা দেন।
এ বিষয়ে জানতে চাইলে মেয়র রাফিকা বলেন কিছু জটিলতার কারণে পৌর এলাকার উন্নয়নমূলক কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। এখন সে সমস্যা আর নেই। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক ভাবে চলবে উন্নয়ন কাজ। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শহরের তামান্না সিনেমা হল মোড় থেকে ওয়াপদা মোড়, শহীদ তুলশীরাম সড়কের শহীদ জহুরুল হক সড়ক মোড় থেকে বসুনিয়া পাড়া পর্যন্ত সড়ক ছাড়াও অন্যান্য সড়কের নির্মাণ ও মেরামত কাজ শুরুর বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসব কাজের বিপরীতে অনুমোদন এলেই সড়কগুলোর কাজ শুরু হবে।