নীলফামারীর ডিমলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বাষিকী, জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি একটি প্রতিষ্ঠান আশা জলঢাকা অঞ্চলের চাপানীহাট ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত সোমবার সারাদিন ব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আশা”র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আবতাব উদ্দিনের সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী, ৭নং খালিসা চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মোজাম্মেল হক, নাউতারা গালস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম হাবীব চৌধুরী (বাবু), তিস্তা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাহাবুবার রহমান, আশা জলঢাকা অঞ্চলের রিনিওনাল ম্যানেজার ফিরোজ কবির, ব্রাঞ্চ ম্যানেজার হাফিজুর রহমান মোল্লাসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ক্যাম পরিচালনা করেন,চাপানীহাট হেল্থ সেন্টার”র ডাঃ মোঃ রবিউল ইসলাম। সিনিয়র কম্পিউটার ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনের উপস্থাপনায় এসময় সার্বিক পরিচালনায় ছিলেন,চাপানীহাট ব্রাঞ্চ”র এসিস্টেন্ট ম্যানেজার খাদিমুল ইসলাম।