অস্ট্রেলিয়ায় মাহফুজ আহমেদে মুগ্ধ শাবনূর

সর্বশেষ ১৩ আগস্ট সন্ধ্যায় অভিনেত্রী সিডনির একটি মাল্টিপ্লেক্সে দেখেন চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারই বেশ ক’টি ছবির নায়ক মাহফুজ আহমেদ। পুরনো নায়ককে পর্দায় নতুন আবহে দেখে দারুণ মুগ্ধ শাবনূর। শুধু কি ছবি? সিনেমা দেখে বের হওয়ার পর সরাসরি দেখা হয়ে যায় মাহফুজ আহমেদের সঙ্গেও।
জমে ওঠে দুজনার গল্প। মাহফুজ আহমেদকে অভিনন্দন জানিয়ে শাবনূর বলেন, ‘ডিফরেন্ট একটা ছবি। মাহফুজ তো কামাল করে দিলে। তোমার চরিত্র আর গেটআপ অসাধারণ ছিলো। সবাই ভালো করেছে। তোমাকে তো অসাধারণ লেগেছে। সবসময় এমন অসাধারণ ছবি উপহার দিবে, সেটাই আশা করি।’
শাবনূর জানান, প্রায়শই তিনি সিনেমা দেখতে আসেন ছেলে আইজানকে নিয়ে। তবে এই ছবিটি দেখতে এসে তার অভিজ্ঞতা হলো বেশ আলাদা। তার ভাষায়, ‘আমি আজ (১৩ আগস্ট) এসে তো অবাক। কারণ, এখানে (অস্ট্রেলিয়া) জন্ম নেয়া ছেলে-মেয়েরাও দেখলাম ছবিটি দেখতে এসেছে। যেটা সাধারণত দেখি না আমি। এগুলো দেখলে সত্যিই আমার ভালো লাগে।’
নায়িকা আরও জানান, ছবিটি দেখার জন্য কয়েকদিন ধরে টিকিট পাচ্ছিলেন না। আজ (১৩ আগস্ট) একটি টিকিট পেয়েছেন। ফলে এক চেয়ারে বসেই মা-ছেলে ছবিটি দেখেছেন। শাবনূরের ভাষায়, ‘আমি আসলে টিকিটটি মিস করতে চাইনি। কারণ পাচ্ছিলাম না। তাই আমি আর আইজান এক চেয়ার শেয়ার করে ছবিটি দেখেছি।’
শাবনূরের এমন একচেটিয়া আলাপ থামাতে কথা বলেন পাশে দাঁড়ানো বিমুগ্ধ মাহফুজ আহমেদ। তিনি বলেন, ‘আগেও দর্শক হিসেবে পর্দার দিকে তাকিয়ে থাকতাম আর মুগ্ধ হয়ে শাবনূরকে দেখতাম। এখনও শাবনূর বলেই যাচ্ছে আর আমি মুগ্ধ হয়ে শুনছি। শাবনূর আসলে আমাদের ইন্ডাস্ট্রির অ্যাকটিং মানদণ্ড তৈরি করে দিয়েছে। এখনও যে মেয়েরা সিনেমায় আসছে তারা তোমাকে ফলো করে। এটাই হলো তোমার বড় অর্জন।’
যেহেতু পর্দায় দুজনে ‘বাঙলা’, ‘কপাল’, ‘চার সতীনের ঘর’সহ বেশ ক’টি সিনেমায় জুটি বাঁধার সুযোগ হয়েছে, সেই জায়গা থেকে শাবনূরের প্রতি মাহফুজ আহমেদের আবেদন ছিলো ‘কামব্যাক’ করার। এমন প্রস্তাব খানিকটা উড়িয়ে দিলেন শাবনূর। তিনি বললেন, ‘আমি এই কামব্যাক শব্দটাই পছন্দ করি না। আমাদের ব্যাক করার কি আছে। আমরা তো ইন্ডাস্ট্রির সঙ্গেই আছি। পালিয়ে যাইনি কিন্তু। ভালো গল্প বা পছন্দের চরিত্র পেলে অবশ্যই কাজ করবো। বলা যেতে পারে, আমরা পছন্দের কাজের অপেক্ষায় আছি।’
শেষে ‘প্রহেলিকা’ ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী ও নায়িকা শবনম বুবলীর প্রশংসাও করেন শাবনূর।
বলা দরকার, গত ঈদে মুক্তি পাওয়া আলোচিত তিন ছবির একটি ‘প্রহেলিকা’। এতে মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। রঙ্গন মিউজিকের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

  • Related Posts

    অনিরাপদ বোধ করছি : পরীমণি

    ঢাকাই চিত্রনায়িকা পরীমণি সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন। তার বিয়ে থেকে শুরু করে পরকীয়া, বিচ্ছেদ এসব কারোই অজানা নয়। এছাড়াও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আইনি জটিলতা,…

    Continue reading
    বাংলাদেশে স্কুইড গেম প্যারোডি

    অনুষ্ঠিত এই ইভেন্টটিতে বিপুলসংখ্যক অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল এবং ইভেন্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যা স্টেভার্জের সৃজনশীল প্রচারণার প্রতিফলন ঘটিয়েছে। এখানে শুধু বিনোদনই নয়, এই ইভেন্টের মাধ্যমে…

    Continue reading

    সকল

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান

    চিরিরবন্দরে এবি পার্টির মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ

    চিরিরবন্দরে এবি পার্টির মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ

    ১৪ ফেব্রুয়ারি উদ্‌যাপনের আগে একবার ভাবুন : আহমাদুল্লাহ

    ১৪ ফেব্রুয়ারি উদ্‌যাপনের আগে একবার ভাবুন : আহমাদুল্লাহ

    অনিরাপদ বোধ করছি : পরীমণি

    অনিরাপদ বোধ করছি : পরীমণি

    ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া

    ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া

    জলঢাকায় অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    জলঢাকায় অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মহিলালীগ নেত্রী ববি গ্রেপ্তার

    সৈয়দপুরে মহিলালীগ নেত্রী ববি গ্রেপ্তার

    তিস্তা বাঁচাও নদী বাচাঁও প্রচারনা ও পথসভা

    তিস্তা বাঁচাও নদী বাচাঁও প্রচারনা ও পথসভা

    আজ নির্বাচন কমিশনে যাবে জামায়াতে ইসলামী

    আজ নির্বাচন কমিশনে যাবে জামায়াতে ইসলামী