নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে (বাউস্ট) ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে-২০২৪ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে র‌্যালি, কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম ওয়াজেদ মিয়া সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ লে কর্নেল মো. শামীম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ আলম।
এতে সভাপতিত্ব করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র কল্যাণ উপদেষ্টা সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম।
আলোচনা সভায় একাউন্টিং এর গুরুত্ব, একাউন্টিং এর আবির্ভাবের ওপর বিশদ আলোকপাত করা হয়েছে। পরে ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে-২০২৪ একটি কেক কাটা হয়।
এর আগে ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের পুরো চত্বর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।