নীলফামারী সদরের রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে আবু ছাইদার রহমান স্মারক বৃত্তি -২০২৪ এর উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে নীলফামারী রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এবং ছাইদার-আনোয়ার ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় ছাইদার-আনোয়ারা ফাউন্ডেশন এর পক্ষ থেকে রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণি পর্যন্ত একজন করে মোট ০৪জনের প্রত্যেককে একাকালীন দশ হাজার টাকার “আবু ছাইদার রহমান স্মারক বৃত্তি প্রদান করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের বানিজ্যিক অডিট অধিদপ্তর পরিচালক মুহাম্মদ খাদেমুল বাশার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও সড়ক বিভাগের উপ-সচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ, নীলফামারী জলঢাকা সরকারি কলেজের প্রভাষক জুলফিকার আলী। স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসালম। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিয়ার রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক ও বর্তমান সভাপতি সদস্য সহ অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এবং স্থানীয় সুধীজন। তথ্য অনুযায়ী জানা যায় মরহুম ছাইদার রহমান রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশা শুরু করে প্রধান শিক্ষক হিসেবে সেখানে দায়িত্বভার গ্রহন এবং মৃত্যু অবধি দায়িত্ব পালনরত ১৯৯১ সালে মৃত্যুবরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম।