নীলফামারীতে ইএসডিও -প্রবীণ কর্মসূচির মাধ্যমে তিন শতাধিক রোগীর বিনামূল্যে  চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে ৩০ জন রোগীর ছানি অপারেশন করা হয়। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)  ও দাতা সংস্থা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন( পিকেএসএফ) এর উদ্যোগে নীলফামারি সদর উপজেলার চাপরা সরমজানি ইউনিয়ন পরিষদ  কার্যালয়ে দিনব্যাপী চক্ষু ক্যাম্প  অনুষ্ঠিত হয়। 

ইএসডিও নীলফামারী জোনাল ম্যানেজার মো: লোকমান হোসাইনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। 

বিষয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং চাপরা সরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আলহাজ্ব জাহাঙ্গীর আলম শাহ, ইএসডিও প্রধান কার্যালয়ের ডিপিসি ও  প্রবীণ কর্মসূচির ফোকাল পারসন স্বপন কুমার সাহা, এপিসি কৃষ্ণ কুমার রায়, সদর উপজেলা এরিয়া ম্যানেজার  মোঃ আইয়ুব আলী, প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি খন্দকার ওবাইদুর রহমান, প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার  মোঃ আব্দুল মোমেন, সমৃদ্ধি কর্মসূচির ইপিসি আব্দুল লতিফ, ইএসডিও শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান, মরিয়ম চক্ষু হাসপাতালে ডিজিএম  মোঃ জাকির হোসেন,  প্রোগ্রাম কোঅর্ডিনেটর  মোঃ আহাদুজ্জামান। 

চিকিৎসা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতালে ডাক্তার মোঃ শফিউল হাসান। 

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সৈয়দপুর মরিয়ম চক্ষু  হাসপাতাল। 

প্রবীণ কর্মসূচির মাধ্যমে চক্ষু  ক্যাম্পে তিন শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এবং ৩০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়।