দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং চিরিরবন্দর ব্লাড ডোনার ক্লাবের সহযোগিতায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টায় চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ, মাতৃভাষা দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে চিরিরবন্দর ব্লাড ডোনার ক্লাবের পরিচালক শাহরিয়ার সরকারসহ চারজন রক্তদান করেন।