‘খেলা শেষে যখন দেখি তুমি গেছ হেরে তখন যেন বিজয় আমার বিনয় হয়ে ফেরে’ এ প্রতিপাদ্যে প্রতিবছরের মতো এবারও নীলফামারী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার(১৯ ফ্রেব্রুয়ারী) বিকালে গ্রুপ ভিত্তিক কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারীদের অংশ গ্রহনে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মাঝে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। নীলফামারী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতার সমাপনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কারপ্রাপ্তদের পুরষ্কার ও সনদ তুলে দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুুজ্জামান নূর। সমাপনি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সকল শিক্ষকদের রশি টানা টানি প্রতিযোগিতায় অংশ নেন এ সংসদ সদস্য। সকালে কলেজ মাঠ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলণ শেষে মশাল প্রজ্জলনের মাধ্যমে এ প্রতিযোগিতার শুভ সুচনা করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ার, নীলফামারী সরকারি কলেজ উপাধ্যক্ষ শাহজাহান আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু, সাধারন সম্পাদক ওয়াদুদ রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মো: মাহবুবুর রহমান ভূইয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতার আহবায়ক প্রফেসর মো: তারিকুল ইসলাম লিখন, নীলফামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আনিছুর রহমান, নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্। প্রধান অতিথি আসাদুজ্জামার নূর সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পাঠ্য বইয়ের পাশা পাশি জ্ঞান অর্জনের জন্য লাইব্রেরিতে রাখা বিভিন্ন ধরনের জ্ঞান চর্চা ভিত্তিক বই পড়তে। সবশেষে তিনি সকলকে একটি কবিতা আবৃত্তি করে শোনান।