নীলফামারীতে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রবীণ কর্মসূচির বার্ষিক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে ও দাতা সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের যাদুরহাট মাঠে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি খন্দকার ওবায়দুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইএসডিও নীলফামারী সদরের এরিয়া ম্যানেজার মো: আইয়ুব আলী, দারোয়ানী শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান, সৈয়দপুর শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান, প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল মোমেন, প্রবীণ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মতিয়ার রহমান, নুর এসলাম, গোলাম মোস্তফা জুয়েলসহ প্রবীণ কমিটির সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় ট্রাইব্রেকারে চাড়ালকাটা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে বুড়িখোরা একাদশ।
এর আগে নয়টি ওয়ার্ডে ৫টি ইভেন্ট মিউজিক্যাল চেয়ার, হাড়িভাঙ্গা, সংগীত, কবিতা আবৃতি উপস্থিত বক্তৃতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় দুইজন অসহায় প্রবীন ব্যক্তিকে বিনামূল্যে দুটো হুইল চেয়ার বিতরণ করা হয়।