আশা’র প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট মোঃ সফিকুল হক চৌধুরী স্যারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে- ১২/০২/২০২৪ তারিখ রোজ সোমবার  আশা-নীলফামারী (সদর) জেলার আওতাধীন মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্প পরিচালনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ হাসিবুর রহমান, সিভিল সার্জন অফিস, নীলফামারী জেলা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)জনাব রাশিদা আক্তার, উক্ত ক্যাম্পে সভাপতিত্ব করেন আশা-নীলফামারী (সদর) জেলার সিনিয়র ডিষ্ট্রিক্ট ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, নীলফামারী সদর অঞ্চলের আরএম তাজুল ইসলাম মন্ডল, উকিলের মোড় অঞ্চলের এসআরএম ফজলে করিম, নীলফামারী (সদর) জেলার সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ আবুলায়েজ, এমএসএমই ব্রাঞ্চের ম্যানেজার মোঃ মঞ্জুরুল করিম সহ নীলফামারী সদর-০১, ০২ ব্রাঞ্চের বিএম, এবিএম, সহ স্থানীয়  মসজিদের  ইমাম ও এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত ফিজিওথেরাপী ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং তাদের মাঝে সংস্থার নির্ধারিত ফিজিওথেরাপী  উপকরণ বিতরণ করা হয়।