নীলফামারীর সৈয়দপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি ওই সাধারণ সভার আয়োজন ছিল সমিতির হল রুমে।
সভায় সভাপতিত্ব করেন ওই সমিতির সভাপতি মোঃ মহসীন আলী রুবেল।
উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন সরকার, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল ও বিআরডিবির উপপরিচালক নীলফামারীর মোঃ আশরাফুল আলম।
সভায় সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সাধারণ সভায় এ সমিতির বিভিন্ন চলমান বিষয় নিয়ে আলোচনা করেন। আয় ব্যয়ের কিছুটা হিসাব তুলে ধরেন। তিনি বলেন এ সমিতির ৬ হাজার ৫শ, ২১জন সদস্য রয়েছে। আমরা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি।
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আজ তাঁর সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বাস্তবে পরিনত করছেন। দেশের অভুতপুর্ব উন্নয়ন বিশ্বকে তাক লাগিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সমবায়ী হয়ে নিজেকে গড়ে তুলুন। সফল একজন সমবায়ী দেশের সম্পদ।
সভা শেষে বিআরডিবির চেয়ারম্যান মহসীন আলী রুবেল আগামি সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেন। সভা পরিচালনা করেন শামসুন্নাহার।