নীলফামারী ৩ জলঢাকা আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় গনতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জলঢাকা পৌর শাখা। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে অন্বেষা ভবন থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবীর মুকুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ, কাঠালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজ্জাক বসুনিয়া, পৌর তাতীলীগের সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, যুবলীগ নেতা রেজাউদ্দৌলা বাবু, জাহিদ নয়ন, খাদেমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ ইসলাম, ছাত্রলীগ নেতা নায়েম ও আব্দুন নুর তুহিন  প্রমুখ। এসময় বক্তারা প্রিয় নেতাকে দুইটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। শুভেচ্ছা মিছিলে আ’লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।