লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৪৭৮ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২।
গতকাল মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক (ঢাকাইটারী) এলাকার আব্দুল আজিজের ছেলে আবুল হোসেন(৩২) ও ময়নার চরা চন্দন পাট এলাকার সাজু মিয়ার ছেলে মরম আলী (৩৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৪৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারাবারী সাথে সম্পৃক্ত শিকার করেছে।