‘মানুষই মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলন’ এই শ্লোগানে ৫২ ভাষা শহীদদের স্মরণে “অমর একুশে হ্যান্ডবল টুর্নামেন্ট” এর শুরু হয়েছে নীলফামারীতে।
গতকাল মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে নীলফামারী বড় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) সাইফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার গোলাম সবুর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন।
এসময় অতিথিরা ভাষার মাসে মাদককে না বলে যুবদের ক্রীড়ায় আগ্রহ হয়ে ক্রীড়াঙ্গনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় অমর একুশে হ্যান্ডবল টুর্নামেন্টে জেলার ছয় উপজেলার ছয়টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি খেলা ২০ মিনিট করে ৪০ মিনিটের। উদ্বোধণীর প্রথম খেলায় নীলফামারী সদর উপজেলা বনাম ডোমার উপজেলা হ্যান্ডবল দল প্রতিদ্বন্দ্বীতা করে। এতে ডোমার উপজেলা দলকে ১২-০ গোলে পরাজিত করে জয়ী হয় নীলফামারী সদর উপজেলা দল। দ্বিতীয় খেলায় জলঢাকা উপজেলা দলকে ১১-০ গোলে সৈয়দপুর উপজেলা দল ও তৃতীয় খেলায় ডোমার উপজেলা দলকে ১১-১ গোলে ডিমলা উপজেলা দল পরাজিত করে জয়ী হয়।