পড়ালেখার পাশাপাশি শিক্ষার্র্থীদের ক্রীড়া মনোভাবী হতে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এবারও আযোজন করা হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) সকালে স্কুল মাঠ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলণ শেষে মশাল প্রজ্জলনের মাধ্যমে এ প্রতিযোগিতার শুভ সুচনা করা হয়। এরপর শিক্ষার্থীদের প্যারেড ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষক-অভিভাবক ও সাবেক শিক্ষার্র্থী এবং ছাত্রদের প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিণি কান্ত রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(অবসরপ্রাপ্ত) মোঃ গোলাম রব্বানী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকগন। আরও উপস্থিত ছিলেন সকল শিক্ষক- শিক্ষিকা, ছাত্র ও অভিভাবকগন। পরে নিজ প্রতিষ্ঠানের এক শিক্ষার্র্থীর হাতে আঁকা নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এর এ ছবিটি উপহার হিসেবে তার হাতে তুলে দেন ঐ শিক্ষার্থী।