নীলফামারীর সৈয়দপুরে রোববার (৪ ফেব্রুয়ারি) রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তার আনুমানিক বয়স ৬৫ বছর । সকাল সাড়ে ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে শুধু লুঙ্গি ও গায়ে কম্বল জড়ানো ছিল।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম জানান, খবর পেয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির এবং অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির ঠিকানা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি নীলফামারীর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।