ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীর সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’ এর তৃতীয় বর্ষপূর্তির দুইদিন ব্যাপী কর্মসূচির আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১ টায় ফুলবাড়ী সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিত, বিদ্যালয় হল রুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শহীদ মিনার চত্বরে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান জামান, প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা, ফুলবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক আনোয়ার সাদাত মন্ডল, আওয়ামী লীগ নেতা মানিক সরকার ও আতিকুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, সহ-সভাপতি বাপ্পি দাস, সাধারণ সম্পাদক সোহেল খান, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।
শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মুশফিকুর রহমান বাবুল অনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।