দিনাজপুরের খানসামা উপজেলার দক্ষিণ গাঢ়পাড়া উচ্চ বিদ্যালয়ে দুই বিষয়ের পাঠ্যবই ছাড়াই নবম শ্রেণি পার করল ১৩ জন শিক্ষার্থী এ ঘটনায় প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায়কে
কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। গত ২৪ জানুয়ারি বুধবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ওই প্রধান শিক্ষককে শোকজ দেয়া হয়।
চিঠি সূত্রে জানা গেছে, বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে যে, ২০২৩ সালে নবম শ্রেণির ১৩ জন শিক্ষার্থীদের আংশিক পাঠৌপুস্তক বিতরণ করেছেন। ওই ১৩ জন শিক্ষার্থী বর্তমানে ওই বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত। এ বিষয়ে আপনার সুস্পষ্ট জবাব ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে উক্ত দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হল।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। সেই সঙ্গে তাঁর নিকট সংরক্ষিত বইগুলো দ্রুত শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে।