নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা কলিমউল্ল্যাহ চৌধুরী শারীরিক নানা জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা এখনও সংকটাপন্ন।
গত ৩০ ডিসেম্বর থেকে চট্টগ্রামের জিইসি মোড়ের রয়েল হাসপাতালের সিসিইউ চিকিৎসাধীন তিনি।
পরিবারসূত্রে জানা যায়, ২০১১ সালে তার পায়ে ইনফেকশন ধরা পড়ে। তাঁর শারীরিক জটিলতা তখন থেকেই শুরু। পায়ের ইনফেকশন পরবর্তীতে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। বারডেমসহ বিভিন্ন হাসপাতালে একাধিকবার অপারেশনসহ নানাভাবে চিকিৎসা করানো হয়। তিনি হৃদরোগেও আক্রান্ত হন।
এই বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম কোতোয়ালী থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কমার্স কলেজের সাবেক ভিপি ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর পরিবারে স্ত্রীসহ দুই মেয়ে ও এক ছেলে রয়েছেন। তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
মুক্তিযোদ্ধা কলিমুল্লাহ চৌধুরী চট্টগ্রামের চান্দগাঁও থানার নাছির মোহাম্মদ চৌধুরী বাড়ির দানবীর মরহুম সোলাইমান চৌধুরীর চতুর্থ সন্তান। কলিমুল্লাহ চৌধুরী ১৯৬৮-৬৯ সালে চট্টগ্রাম কমার্স কলেজে (ছাত্রলীগ) ছাত্র সংসদের ভিপি ছিলেন। পরবর্তীতে তিনি মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, টাকশাহ মিয়া হেফজখানা ও এতিমখানা, গুল-এ-জার বেগম সিটি করপোরেশন স্কুল এবং চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য।