২০০ পিছ ফেন্সিডিলসহ পাথরের ট্রাক জব্দ এবং চালক ও হেলপার গ্রেফতার করেছে নীলফামারীর জলঢাকা থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারী) সারারাত অভিযান চালিয়ে বুধবার ভোর ৫টায় বড়ঘাট বাজারে পাথর বোঝাই ট্রাকে তল্লাশি ২’শ পিছ ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এসময় ট্রাক চালক এবং হেলপারকে আটক ও পাথরসহ ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম এর নির্দেশনায় জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গুড্ডিমারী গ্রামের আওলাদ হোসেনের ছেলে ট্রাক চালক কারিমুল ইসলাম (৩২)মধ্য ধুপনি গুড্ডি মারি গ্রামের রমজান আলীর ছেলে হেলপার জাহিদুল ইসলাম (৩০)। 

অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন, মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম স্যারের দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানা অফিসারদের চৌকস অভিযান টিম নিয়ে আমি গোপন সংবাদের ভিত্তিতে ০১টি পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ২’শ পিছ ফেন্সিডিল উদ্ধার ও পাথরসহ ট্রাক জব্দ করি। এসময় চালক ও হেলপারকে আটক করি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৩(গ)/৩৬(১)  সারনীর ১৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়। মামলা নং-১৩/২৪।