ফেন্সিডিলের চালান পাচারের সময় সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ১৩৮ বোতল ফেন্সিডিল সহ জিয়ারুল ইসলাম(৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নীলফামারী সদর থানা পুলিশ। মঙ্গলবার(২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের তিস্তা সেচ ক্যালেন এলাকার খালুয়া ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জিয়ারুল ইসলাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ি প্রসাদপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার জিয়ারুল ইসলাম মোটরসাইকেলে করে ফেন্সিডিলের একটি চালান নিয়ে নীলফামারীতে বিক্রির জন্য আসছিল। এসময় দুপুর ১২টার দিকে নীলফামারী সদরের তিস্তার সেচ ক্যানেলের খালুয়ার ব্রীজের কাছে এসে একটি ব্যাটারি চালিত অটোরিক্সার সাথে ধাক্কা লেগে নিয়তন্ত্র হারিয়ে দুর্ঘটনায় শিকার হন তিনি। এসময় মোটরসাইকেলের কভারের পার্টস ভেঙ্গে কয়েকটি ফেন্সিডিলের বোতল বের হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার গাড়ির বিভিন্ন স্থান থেকে ১৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, জিয়ারুলের ব্যবহৃত মোটরসাইকেল থেকে ১৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত মোটারসাইকেলটিও জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত জিয়ারুল চিহিৃত মাদক ব্যবসায়ী। সে নীলফামারী সহ রংপুরের বিভিন্ন জেলায় মোটরসাইকেলে করে মাদক সরবরাহ করতো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।