বালু বোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। গত বরিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নীলফামারীর সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের খড়খড়িয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক ফারুক হোসেন (২৪) নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। এ দুর্ঘটনা একই এলাকার লোকমান হোসেনের ছেলে মানিকুল ইসলাম (২৩) আহত হয়েছেন।
সদর থানা পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে নীলফামারী সদরে কুন্দুপুকুর ইউনিয়নের পুলহাট বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে টেক্সাইল বাজারের দিকে যাচ্ছিলেন ফারুক হোসেন ও তার বন্ধু মানিকুল ইসলাম। এ সময় ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে পিছনে থাকা মানিকুল গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা আহত মানিকুলকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক হলে রাত ১টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়।
নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চালক বালু বোঝাই ড্রাম ট্রাক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।