গত রোজ শনিবার ১৩ জানুয়ারী ২০২৪ খ্রি: সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময় নীলফামারী সদর থানাধীন চড়াইখোলা ইউনিয়ন এর বাবরিঝার এলাকা থেকে আমার স্বামী (মানসিক ভারসম্যহীন) নিখোঁজ হয়েছে। নাম- শহীদুল ইসলাম, পিতার নাম- মৃত কাশেম আলী, মাতার নাম- ছমিরন নেছা, জাতীয় পরিচয়পত্র নং- ৭৩১১৫৬৬৮৫৩৫১৩, নীলফামারী সদর থানার জিডি নং- ৮১৯, তারিখ- ১৬/০১/২০২৪ উক্ত ব্যক্তির যদি কোন সন্ধান পেলে মালেকা বেগম ০১৭১৭৮৫১১২৪ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।