নীলফামারী জেলার চিলাহাটিতে সমন্বিত কৃষি ইউনিটের (প্রাণিসম্পদ খাত) এর আওতায় দুইদিন ব্যাপী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো : মোশারফ হোসেন, সহ: প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়, শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক শাহ, একাউন্টস নুরুজ্জামান প্রমুখ। উক্ত প্রশিক্ষণে ২৫ জন খামারিদের প্রশিক্ষণ প্রদান করেন লাইভস্টক ট্রেইনার ডা: মো: মশিউর রহমান।