গত ১৮ জানুয়ারী ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় জানো প্রকল্পের সহায়তায় নীলফামারী সদর উপজেলার কানিয়ালখাতা কমিউনিটি ক্লিনিকের আওতাধীন (৩ নং নীল)কমিউনিটি সাপোর্ট গ্রুপের বিদায়ী সভায় অংশ গ্রহন করেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
ই্উরোপিয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গনাইজেশন (ইএসডিও) কতৃক বাস্তবায়নাধীন জানো প্রকল্পের সহায়তায় কমিউনিটি সাপোর্ট গ্রুপের বিদায়ী সভায় অংশ গ্রহন করেন এসময় তার সাথে ছিলেন নীলফামারী সিভিল সার্জন মোঃ হাসিবুর রহমান,কেয়ার বাংলাদেশের জানো প্রকল্পের ম্যানেজার ক্যাপাসিটি ব্লিডিং মোঃ আনিসুর রহমান ও জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান।
জানো প্রকল্পের বিদায়ীসভার অংশ নিয়ে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, জানো প্রকল্প গত সময়ে যে কার্যক্রম পরিচালনা করেছে তা অবশ্যই প্রশংসার দাবীদার আর এ কাজগুলো জানো প্রকল্পের নয় এটা সরকারের কাজ এ কারনেই জানো প্রকল্পের ভালোদিক গুলো চলমান রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
বিদায়ীসভার শেষে তিনি কানিয়ালখাতা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের সবজী বাগান ও কিশোর কিশোরী কর্ণারে জানো প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জানো প্রকল্পের আওতাধীন বিভিন্ন বিদ্যালয়ের জন্য বিভিন্ন বিদ্যালয়ের প্রধানদের মাঝে প্রকল্পের পক্ষহতে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ (ফাস্ট এইড বক্্র ও ষ্ট্রেচার)বিতরন করেন।