‘খেলাধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে দিনাজপুরের খানসামায় ৫২তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।
আজ ২১ জানুয়ারি রবিবার বিকালে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।