নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু (৫৬) আর নেই। তিনি হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার রাত পৌনে ১২টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—রাজেউন)।

মেয়রের পরিবার জানান, প্রথমে তিনি অসুস্থ বোধ করলে তাকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসারত অবস্থায় না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় সর্বস্তরের জনগণ হাসপাতালে ভিড় জমান। তার নামাজে জানাযা বাদ আসর উত্তর কাজীরহাট এলাকায় অনুষ্ঠিত হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানানো হয়েছে পরিবার থেকে।