জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামে আশ্রয়ন প্রকল্পের বসবাসরত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
গতকাল মঙ্গলবার(১৬ জানুয়ারি) দুপুরে ওই গ্রামের তিনটি আশ্রয়ন প্রকল্পে এসব কম্বল বিতরণ করা হয়।
প্রত্যন্ত এই এলাকায় গত কয়েকদিন ধরে বেড়েছে শীতের তীব্রতা, তীব্র শীতে জবুথবুভাবে আশ্রয়ন প্রকল্পে বাসিন্দাদের মাঝে সরকারের সহায়তা পৌছে দিতে এই উদ্দ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন।
বিতরণের সময় উপস্থিত ছিলেন নীলফামারী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে যাদের জমি ও ঘর নেই তাদেরকে জমিসহ ঘর দিয়েছেন। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের শীত নিবারনের চেষ্টায় কম্বল বিতরণ করলাম,যাতে তাদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। এছাড়াও ইতোমধ্যে জেলার ৬ উপজেলায় আরও ৪০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।