নীলফামারীর জলঢাকায় উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় সভা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, সহকারী কমিশনার ভূমি এবিএম সারোয়ার রাব্বী, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাহেদ আলী, ওসি তদন্ত আব্দুর রহমান, সহ সকল দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিগণ। মতবিনিময় সভায় নবনির্বাচিত এমপি আধুনিক উপজেলা বিনির্মানে জলঢাকাকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও বাসযোগ্য উপজেলা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।