রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। সেই সঙ্গে এলাকাবাসীর সচেতনতায় ওই ট্রেনের দুই শতাধিক যাত্রীরাও রক্ষা পায়।
জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার(৯ জানুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটে নীলফামারীর ডোমার রেলস্টেশনে পৌছায়। এসময় ডোমার রেলস্টেশন থেকে ৫০০ গজ দূরে রেলঘুন্টি মিস্ত্রিপাড়া এলাকার রেললাইনে ফাটল দেখতে পায় এলাকাবাসী। তাৎক্ষনিক তারা স্টেশন মাস্টারকে অবগত করে। পরে রেলের সংশ্লিষ্টতা এসে দ্রুত ফাটল স্থান মেরামত করলে ঘন্টাখানেক পর ট্রেনটি ডোমার রেলস্টেশন থেকে চিলাহাটি উদ্দেশে ছেড়ে যায়।
ডোমার রেলস্টেশনে সহকারী স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, দুপুর ২টার ২০ মিনিটের দিকে আমাকে স্থানীয় একজন এসে জানান রেলঘুন্টি মিস্ত্রিপাড়া এলাকার রেললাইনে ফাটল দেখা দিয়েছে। সেই সময় তিতুমীর এক্সপ্রেসও ডোমার স্টেশনে পৌছায়। পরে ট্রেনটিকে ডোমার স্টেশনে আটকিয়ে রেখে রেললাইন মেরামত করা হয়। ওই ঘটনায় ট্রেনটি দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। এরপর ৪০ মিনিট বিলম্বে ডোমার স্টেশন ছাড়ে ট্রেনটি। তিনি জানান এর আগেও সৈয়দপুর-চিলাহাটি রেললাইনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছিল।
চিলাহাটি রেলস্টেশনের আরএনবি ইউনিট ইনচার্জ মোঃ নেছারউজ্জামান জানান, রেললাইনের ৩৩৩/৪৬ পিলারে এঘটনাটি ঘটে।