আকিব শিকদার

জাহাজডোবা নাবিকের মতো বিধ্বস্ত, কম্পিত পা
দাঁড়িয়েছি তোমার সামনে। বুভূক্ষু এক ভিখারীর সুরে বলেছি
‘তোমার অনেক ডাঙা, আমায় একটু আশ্রয় দেবে?’
জবাব দিলে
‘দুনিয়াতে লোক তো অনেক আছে, ওদের কাছে যাও।’

মরু সাহারার তৃষিত বেদুঈন, আঁজলা করে হাতের তালু
বসেছি তোমার সামনে। যেন সিদ্ধিলভিতে দেবীর পায়ে প্রণাম
‘তোমার রঙিন ফোয়ারা, আমায় একঢোক জল দেবে?’
জবাব দিলে
‘দুনিয়াতে লোক তো অনেক আছে, ওদের কাছে যাও।’

যুদ্ধাহত যোদ্ধার মতো ক্লান্ত এবং আধবুজা চোখ
হাটু গেড়েছি তোমার সামনে। কপাল ফাটা কয়েদির কণ্ঠে বলেছিÑ
‘তোমার সুতি আচল, আমার মাথায় পট্টি দেবে?’
জবাব দিলেÑ
‘দুনিয়াতে লোক তো অনেক আছে, ওদের কাছে যাও।’

বনপোড়া হরিণীর মতো নিরুপায়, শঙ্কিত মুখ
দাঁড়ালে আমার সামনে। নির্যাতিত অসহায় সুরে বললেÑ
‘আমার অনেক বিপদ, আমায় তুমি বাঁচাও।’
আমি তখন পারিনি বলতেÑ
‘দুনিয়াতে লোক তো অনেক আছে, ওদের কাছে যাও।’

চোখের বদলা চোখ যদি হয় আমরা তবে অন্ধ হয়ে যাবো
পায়ের বদলা পা যদি হয় আমরা তবে পঙ্গু হয়ে যাবো।