নীলফামারীর সৈয়দপুরে সোমবার (২জানুয়ারি) আরএল ফার্মা ও ফ্যামিলি ক্লোথিং ষ্টোর ফ্যাশন ফিউশন শোরুমের উদ্ধোধন করা হয়েছে। সৈয়দপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরএল ফার্মা ও ফ্যাশন ফিউশন শোরুমের গ্রান্ড ওপেনিং শ্রীমনির মাধ্যমে প্রতিষ্ঠান দুইটির যাত্রা শুরু হল। প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছে ফ্যাশন ফিউশন গ্রুপ।
অনুষ্ঠানের উদ্ধোধন করেন ঔষুধ প্রশাসন নীলফামারীর সহকারী পরিচালক ডাঃ নার্গিস আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালক ও নীলফামারী জেলা সভাপতি হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি- রাশেদুজ্জামান রাশেদ, সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন, সৈয়দপুর প্রেসক্লাব সভাপতি সাকির হোসেন বাদল, সহ-সভাপতি এম এ করিম মিষ্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম, ফ্যাশন ফিউশন গ্রুপের পক্ষে নুর ই আলম সিদ্দিকী যুগল, নুর ই হোসেন সিদ্দিকী প্রবাল, নাছরিন সুলতানা প্রমুখ। এ সময় শহরের বিভিন্ন ফার্মেসি মালিক, ব্যবসায়ী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।