নীলফামারীর জলঢাকা উপজেলার স্কুলে স্কুলে  বিনামূল্যে বই বিতরন উৎসব পালন করা হয়েছে।গতকাল সোমবার (১ জানুয়ারি) সকালে পৌরসভার বগুলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ক্ষুদে শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এবিএম সারোয়ার রাব্বী, অফিসার ইনচার্জ মুক্তারুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণা বিশ্বাস, বিদ্যালয়ের সভাপতি মনিবুর রহমান চৌধুরী ও প্রধান শিক্ষিকা রেহেনা পারভিন পাপড়ি প্রমুখ। পরে তিনি অতিথিদের নিয়ে জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন। এছাড়াও তিনি  বিয়াম ল্যাবরেটরি স্কুলের বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তছলিম উদ্দিন ও ইনচার্জ জিয়ারুল হক জিয়া। এদিকে কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসায় বই বিতরণ উৎসব পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সভাপতি দবির হুদা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত আলম নবেল। এবছর জলঢাকা উপজেলায় প্রাথমিক পর্যায়ে প্রায় সারে ৩ শত বিদ্যালয়ে ৮৪ হাজার ৮ শত কপি এবং মাধ্যমিক পর্যায়ে ( স্কুল, মাদরাসা ও ভোকেশনাল) ৫ লাখ ১০ হাজার ৫ শত কপি বই বিতরণ করা হয়।