নীলফামারীতে হালকা শিল্পে উৎপাদনের কাঁচামাল বাছাই পদ্ধত্তি বিষয়ক পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার(৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নীলাচল মিলনায়তনে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) পরিচালক কাজী মাহবুবুর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী বিসিকের উপ-ব্যবস্থাপক হুসনে আরা খাতুনের সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামরী শিল্প ও বণিক সমিতির সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু, টিটিসির অধ্যক্ষ জিয়াউর রহমান প্রমুখ।
বিসিকের উপ-ব্যবস্থাপক হুসনে আরা খাতুন জানান, হালকা প্রকৌশল শিল্পের ছোট ও মাঝারী সাধারণ উদ্যোক্তারা স্বশিক্ষিত। ফলে তাঁরা তাদের অভিজ্ঞতাকে পুঁজি করে এগিয়ে চলছেন। বিভিন্ন পণ্যের উৎপাদন ও সেবা দিয়ে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছেন। তাঁদের অভিজ্ঞতা বাড়ানো এবং কাঁচামাল সংগ্রহ ও ব্যবহারের বিষয়ে এই প্রশিক্ষণের আয়োজন। বিসিক এবং টিটিসির যৌথ উদ্যোগে পাঁচ দিনের প্রশিক্ষণটি সমাপ্ত হবে আগামী বৃহস্পতিবার।