আজ ২৪ ডিসেম্বর রবিবার নীলফামারী সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে সকাল ১০.৩০ মিনিটে জেলা রাইট টু ফুড ফোরাম ও জেলা পুষ্টি কমিটির সদস্যদের সাথে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন ও পরবর্তী করণীয় বিষয়ক সভা অনুষ্টিত হয়েছে।
উক্ত সভায় জেলা রাইট টু ফুড ফোরামের সভাপতি হাকিম মোস্তাফিজুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আবু হেনা মোস্তফা কামাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নীলফামারী সদর ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমম্বয় কমিটির সদস্য সচিব প্রতিনিধি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম শফিকুল ইসলাম ডাবলু সভাপতি চেম্বার অব কমার্স নীলফামারী, নীলফামারী প্রেসক্লাব সভাপতি তাহমীন হক ববি, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জগন্নাথ রায়। কেয়ার বাংলাদেশ রংপুর জানো প্রকল্পের ম্যনেজার মাল্টি সেক্টরালগভনেন্স মোঃ গোলাম রাব্বানী, জানো প্রকল্পের ইএসডিওর প্রজেক্ট ম্যানেজার মোঃ রেজওয়ানুর রহমান
সভায় জেলার জেলা পুষ্টি সমম্বয় কমিটির সদস্যবৃন্দ ও রাইট টু ফোরাম এবং সিভিল সোসাইটি ফোরাম সদস্যগন উপস্থিত ছিলেন।
জানো প্রকল্পের ইএসডিওর সহকারী প্রজেক্ট ম্যানেজার পোরসিয়া রহমানের সঞ্চালনায় তাহমিন হক ববি,সভাপতি প্রেসক্লাব ও সদস্য জেলা পুষ্টি সমন্বয় কমিটি, নীলফামারী বলেন, ডিএনসিসি ও ইউএনসিসির প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ তাদের স্বস্ব মিডিয়াতে পুষ্টি সংক্রান্ত নিউজ প্রকাশ করবেন বলে আশা প্রকাশ করেন।
হাকীম মোস্তাফিজুর রহমান (সবুজ) সভাপতি রাইট টু ফুড বাংলাদেশ, নীলফামারী বলেন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে খোলা খাবারের দোকান বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনার উদ্দেশ্যে রাইট টু ফুড জেলা পুষ্টি কমিটির সাথে সমন্বয় করা হবে ।
সভাপতি চেম্বার অফ কমার্স ও ডিএনসিসি সদস্য জনাব এস এম শফিকুল ইসলাম ডাবলু বলেন, জিংক সমৃদ্ধ ধান বাজারজাত করনে ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে চেম্বার অফ কমার্সের উদ্য্গো গ্রহন করা প্রয়োজনীয়তা রয়েছে ।জাতীয় পুষ্টি সপ্তাহ, নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপনে যে সকল এনজিও রাইট টু ফুড এর সদস্য যারা ডিএনসিসি ও ইউএনসিসিতে আছে তাদের সাথে সমন্বয় করে উদযাপনের উদ্যোগ গ্রহন করা হবে।
ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, ইউ এইচ এন্ড এফপিও সদর নীলফামারী বলেন,পুষ্টি পরিকল্পনা তৈরী করার সময় গুনগত ও সংখ্যা গত বিষয় গুলোর প্রতি দৃষ্টি দেওয়া অর্গানিক ফার্মিং এর বিষয়টি ইউএনসিসি, ডিএনসিসি এবং ইউডিসিসির সভায় আলোচনা করা হবে।