দিনাজপুরের চিরিরবন্দরে চোরেরা গোয়ালঘর থেকে দুইটি গরু চুরি করে নিয়ে গেছে। এ চুরির ঘটনাটি গত ২২ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামে ঘটেছে।
জানা গেছে, ওইরাতে মো. মোস্তফা কামাল ও তার পরিবারের লোকজন খাওয়া শেষে গরুগুলো গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এসময় চোরেরা তার বাড়িতে প্রবেশ করে একটি গর্ভবতী গাভী গরুসহ আরেকটি গরু নিয়ে চম্পট দেয়। পরেরদিন সকালে তারা গোয়ালঘরে গিয়ে দেখতে পান গরুগুলে নেই। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করেও গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি। গরু দুইটির আনুমানিক মূল্য এক লক্ষ্য চল্লিশ হাজার টাকা মত।