নীলফামারীতে নাশকতা ও নৈরাজ্য সৃষ্ঠির পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতের সাত নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার(১৯ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। সোমবার(১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের গাছবাড়ি এলাকা থেকে ওই সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
তারা হলেন, জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামের জামায়াত কর্মী মো. দুলাল হোসেন (৫৪), নীলফামারী পৌর জামায়াতের সদস্য মো. আজিমুল হক (৩০), পৌর জামায়াতের রোকন আ. লতিফ শাহ (৪০), খোকশাবাড়ি ইউনিয়ন জামায়াতের সদস্য আশরাফ আলী (৪৮), একই ইউনিয়নের সদস্য মো. নুরুজ্জামান (৫০), সদর উপজেলা জামায়াতের রোকন মো. আবু সুফিয়ান (৩৯), পৌর জামায়াতের সদস্য মো. মোনা (২৪)।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভিরুল ইসলাম বলেন, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করার সময় গোপন সংবাদে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে পূর্বের মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।