:নীলফামারীর ডোমার উপজেলায় লাল সবুজের এই বাংলাদেশে বিজয়ের ৫২তম বছর উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে প্রত্যুষে ৩১ তোপধ্বনির মাধ্যমে শুভ শুচনা করা হয়।
শনিবার(১৬ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ডোমার হৃদয়ে স্বাধীনতা বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ ও উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এর পর পরেই থানা পুলিশের পক্ষে সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ওসি আবু সাঈদ চৌধুরী,স্বাস্থ্য বিভাগের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী।উপজেলা আওয়ামীলীগের পক্ষে সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরীসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বে সরকারী প্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এর পর সকাল সাড়ে আটটায় স্বাধীনতা চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,স্কাউট দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,বেগম রৌশন কানিজ,প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মোজাম্মেল হক,কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনব্যাপি নানান কর্মসূচি পালন করা হয়েছে।