দিনাজপুরের চিরিরবন্দরে বিনম্র শ্রদ্ধায়, যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল ১৬ ডিসেম্বর শনিবার সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা করে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন পূূর্বক চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুজকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠিত হয়। 

দিবসটি উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, চিত্রাংকন প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লায়লা বানু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত, ভাইস চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।