দিনাজপুরের চিরিরবন্দরে বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লায়লা বানু, সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।