নীলফামারীতে নেতৃত্ব বিকাশ, নেটওর্য়াকিং ও এডভোকেসি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বর মাসে ডেমক্রেসিওয়াচ এর নারীর ক্ষমতায়ন নামক অপরাজিতা প্রকল্পের অধীনে জেলা সদর, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার ৬৩ জন নারী নেত্রী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন তিন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি দৌলত জাহান ছবি, সহ-সভাপতি ফরিদা খানম, তাসনিম ফওজিয়া ওপেল, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী এবং সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক কমিটির সভাপতি মাসুদা আক্তার মিনি, সৈয়দপুর উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক কমিটির সভাপতি মোসলেমা বেগম ও কিশোরগঞ্জ উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক কমিটির সভাপতি বেগম লাইলী কাদেরসহ স্থানীয় নারীনেত্রী বৃন্দ।
নারীনেত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণে নেতৃত্ব বিকাশ, নেটওর্য়াকিং ও এডভোকেসি এবং স্থানীয় সরকারে নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব-কর্তব্য সর্ম্পকে আলোচনা করেন অপরাজিতা প্রকল্পের জেলা কর্মসূচী সমন্বয়কারী মুহাম্মাদ নাজমুল ইসলাম। এ সময় তাকে সহাযোগীতা করেন প্রকল্পের ক্লাস্টার মনিটরিং এন্ড ইভালিয়েশন কো-অর্ডিনেটর ফয়সাল হাবিব, এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং কো-অর্ডিনেটর আরফিনা আক্তার, মাঠ সমন্বয়কারী নাদিরা আক্তার ও আব্দুল মন্নাফ।