নানা আয়োজনে নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বুধবার (১৩ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনটি পালন করা হয়।
শোভাযাত্রাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ইউনিটের আহ্বায়ক হাফিজুর রশিদ মঞ্জু।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে নীলফামারীকে বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার মুক্ত করে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা। বীর মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ শ্লোগানে রাস্তায় নেমে আসে মুক্তিকামী সব শ্রেণি পেশার মানুষ। বিজয়ের উল্লাস আর শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে মহকুমা শহর নীলফামারী।