মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা “আশা” এর আয়োজনে বুধবার উপজেলার চাপানীহাট আশার স্বাস্থ্য সেবা কেন্দ্রে সারাদিন ব্যাপী এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আশা নীলফামারীর সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আবতাব উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার।
বিশেষ অতিথি, আশা জলঢাকা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার ফিরোজ কবির এবং অন্যান্যদের মধ্যে চাপানীহাট স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডাঃ রবিউল ইসলাম, ব্রাঞ্চের ম্যানেজার হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। এ ক্যাম্পে প্রায় ২০০ জন রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়।