দিনাজপুরের চিরিরবন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

১৩ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক। 

এসময় সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমার সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম, উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। 

উদ্বোধনী খেলায় আব্দুলপুর ইউনিয়ন পরিষদ ৩৯-০৭ পয়েন্টে সাঁইতাড়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। 

খেলাটি পরিচালনা করেন রেফারী মোরশেদ উল আলম, নজরুল ইসলাম দুলাল। স্কোরার হিসেবে সাজেদুর রহমান রুবেল, সহকারি স্কোরার হিসেবে হাবিবুর রহমান হাবিব ও মোস্তাফিজুর রহমান বাবু দায়িত্ব পালন করেন।