নীলফামারীর সৈয়দপুর পৌর সবজি পাইকারী মার্কেটের দুই আড়ত মালিকের ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বাজার তদারকি অভিযানকালে বেশি দামে পিঁয়াজ বিক্রি, মূল্য তালিকা এবং ক্রয় বিক্রি রশিদ না থাকায় অভিযোগ আড়ৎ মালিকের কাছ থেকে ওই জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) শামসুল আলম ওই জরিমানা করেন।
জানা গেছে, দেশের বাজারে গত কয়েকদিন যাবৎ হঠাৎ করে পিঁয়াজের মূল্য অস্থির হয়ে উঠে। এক শ’ টাকা কেজির পেঁয়াজ দ্বিগুন দামে বিক্রি করা হচ্ছিল। এ অবস্থায় সোমবার দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) শামসুল আলম সৈয়দপুর পৌর সবজি পাইকারি মার্কেটে বাজার তদারকি অভিযানে যান। এ সময় সেখানে বিভিন্ন আড়তে পণ্যের মূল্য তালিকা ও ক্রয় বিক্রি রশিদ না থাকা এবং বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে দেখতে পায়। পরে বেশি দামে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা ও ক্রয় বিক্রি রশিদ না থাকা অবস্থায় অভিযোগে সৈয়দপুর পৌর সবজি পাইকারী মার্কেটের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক মো. জুয়েল মন্ডলের ২০ হাজার টাকা এবং মেসার্স রুবা ভান্ডার মালিক মো. রশিদুল ইসলামের ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) শামসুল আলম ওই জরিমানা করেন।
এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার, থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) শামসুল আলম বলেন, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা সুযোগে এক শ্রেণির অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্বিগুন দামে পেঁয়াজ বিক্রি করছেন। এ ধরণের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে আমাদের প্রতিষ্ঠান থেকে সারাদেশে অভিযান চলছে। আগামীতে বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।