নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে মাথাভাঙ্গা এলাকা পরিদর্শন করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় তিনি বলেন বর্তমান সরকার গ্রামীন নারীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। এছাড়াও নারীদের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি উদ্দোগ গ্রহণ করেছে। এসময় আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়। আলোচনা শেষে সফল জননী নারী হিসেবে ইভা রানী রায়, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন কারী নারী হিসেবে মনুফা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের ক্ষেত্রে খুরশিদা খাতুন ২০২৩ সালের জয়িতা নারী হিসেবে সন্মাননা ক্রেষ্ট ও সনদপত্র দেওয়া হয়।