“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিরাতুর রহমান চৌধুরী মিরু, সাধারণ সম্পাদক জমশেদ আলী, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মর্তুজা ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি লাবনী বেগম, সদস্য প্রভাষক রমেন চক্রবর্তী, মশফিকুর রহমান, দুলাল হোসেন, ডেইজি রানী রায় ও নাসরিন বেগম প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি
প্রভাষক শাখাওয়াত হোসেন। এসময় বক্তারা আগামী প্রজন্মকে সঠিক পথে চালিত করতে দুর্নীতিবিরোধী কার্যক্রম আরো জোরদার করার আহবান জানান।