নীলফামারীর ডিমলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতি) প্রকল্প এর আওতায় “হাউসহোল্ড ভিশনি এন্ড এ্যাকশন প্ল্যান” বিষয় প্রশিক্ষণ লেবার কন্টাক্টটিন সোসাইটি ২০ জন এলসিএস সদস্যদের ৬ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দুই দিনের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬-ডিসেম্বর) সকালে উপজেলা লাইভলিহুড অফিসার মোঃ মেহেদী ফাহ্দ বিন আজাদ (সবুজ) এলজিইডি এঁর সভাপতিত্বে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সহযোগিতায় উপজেলা ইএসডিও এর প্রশিক্ষণ হলরুমে নীলফামারী জেলা প্রকৌশলী মোঃ ফিরোজ হাসান দুই দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে চলমান টুনিরহাট হাট-বাজার উন্নয়নের আরও ৬০ জন এলসিএস সদস্যদের পর্যাক্রমে প্রশিক্ষণ প্রদানের অনুমোদন প্রদান করেন।
দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা এলজিইডি’র প্রভাতী প্রকল্পের মার্কেট সুপারভিশন লাইভলিহুড অফিসার মোঃ দেলোয়ার হোসেন, ডিমলা উপজেলা এরিয়া ম্যানেজার (ইএসডিও) মোঃ ওসমান গনি।
এলসিএস সদস্যদের জীবন মান উন্নয়নে হাঁস-মুরগি, কবুতর, গরু-ছাগল, শাক সবজি, ধান চাষ, আরও অন্যান্য আয় বর্ধক কাজকর্ম, সঞ্চয়, নারী-পুরুষের ক্ষমতায়ন, সংসারে স্বামী-স্ত্রী মিলে পরামর্শ করে তাদের জীবন সংসারে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন, রিসোর্স পারসন হাউজ হোল্ড ম্যাথোলজী এন্ড কোর্সেস টেইনার ইএসডিও রংপুর প্রভাতী প্রকল্পের প্রশিক্ষক আর্জিনা খাতুন ও এ্যাসিস্ট্যান টেইনার শায়লা সাবরিন (ভারতী)।